পৃথিবীর সর্বপ্রথম মুরগীটা কোত্থেকে এলো? যুক্তিতে বিশ্বাসী কোন নাস্তিক নিশ্চয়ই বলবে ডিম থেকে। ডিম ছাড়া তো আর মুরগী হওয়া সম্ভব নয়!
তাহলে সর্বপ্রথম ডিমটা কোত্থেকে এলো? তখন মাথা চুলকিয়ে যুক্তির পথ ছেড়ে বলবে- ‘হয়তো পিপড়া কিংবা হাতি থেকে।’ বুঝলাম! তখন প্রশ্ন আসবে সর্বপ্রথম পিপড়া কিংবা হাতি এলো কোত্থেকে? সে হয়তো আলাদা করে পৃথিবীর সব প্রাণীর-ই নাম নিয়ে ফেলবে! তবে প্রশ্নটা কিন্তু তবুও অক্ষত থাকবে। বিন্দুমাত্রও চেঞ্জ হবে না।
যাইহোক চলুন এখন প্রশ্নটা অন্য ক্যাটাগরিতে নিয়ে যাই,পৃথিবী সৃষ্টির পর সর্বপ্রথম আমগাছটি কে সৃষ্টি করলো? আর কী দিয়েই বা করলো?? আর শুধু আমগাছই নয় হাজার হাজার প্রকার গাছের রোপণকারী কে?. এই আলাদা আলাদা বিচই (/ফুল/পাতা যেই গাছ যেভাবে সৃষ্টি হয়) বা কোত্থেকে আনলো??
নাস্তিকের এটা বলা ছাড়া উপায় নাই যে, সর্বপ্রথম আম গাছ হয়েছে জামের বিচ থেকে। আর জাম গাছ লিচুর বিচ থেকে। এভাবে বৃত্তাকারে ঘুরতেই থাকবে! শুরুতে নিয়ে যাওয়া আর সম্ভব হবে না। তবে তাদের উত্তরগুলো কিন্তু খুবই যৌক্তিক ও বাস্তবসম্মত তাই না!! তাহলে আমাদেরও ট্রাই করে দেখতে হয়! একবার আমের বিচ লাগিয়ে দেখেন-ই না! জাম গাছ হই কিনা? হতেও তো পারে!! এতো করে যখন বলছে। আজ পর্যন্ত কোন গাছ বিশেষজ্ঞকে বলতে শুনেছেন। আম গাছ থেকে জাম গাছ হওয়ার সম্ভাবনা আছে?
এখন প্রাণী থেকে একটু জড়বস্তুর দিকে যাওয়া যাক, পৃথিবীতে সর্বপ্রথম ঘর কোনটি জিজ্ঞেস করলে তো আপনি ইতিহাস ঘেটেঘুটে কয়েক ঘন্টায় বের করে ফেলবেন। এটা মনে করার প্রশ্নই আসবে না যে সর্বপ্রথম ঘর আবার থাকে নাকি!
কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞেস করি সেই ঘর নির্মাণ কাজে ব্যবহৃত সর্বপ্রথম লোহা (লোহার খনি) কে তৈরি করলো? নাকি তা সোনার খনি থেকে রুপান্তরিত। তাহলে সোনার খনি কোত্থেকে আসলো? পানি থেকে!?
আর পানি নিশ্চয়ই আগুন থেকে,
তাই না! খুব মজার গল্প!!
এইভাবে চক্রাকারে একটার উৎপত্তি আরেকটার দিকে চাপিয়ে দিয়ে কি পালিয়ে বাঁচা যায়!?
তবুও মেনে নিলাম “উপরোক্ত সমস্ত চোখে দেখা চাক্ষুষ প্রমাণ” ( বিশ্বাস বললাম না কারণ তাদের আবার গায়ে লাগতে পারে! তারা তো আবার কোনকিছু বিশ্বাস করে না। উপরোক্ত সবগুলোতেই তাদের চাক্ষুষ অবিজ্ঞতা রয়েছে) তারপরও কি প্রশ্ন জাগে না যে, সর্বপ্রথম কোনটার উৎপত্তি হয়েছে, আর কীভাবে হয়েছে? আচ্ছা জড়বস্তুরও কি বিবর্তন হয়! এই যেমন ধরুন লোহা থেকে সোনা …
এর কোন উত্তর কি নাস্তিকদের কাছে আছে? তাদের ব্যাপারে বলা মন্তব্যগুলোতে যদি কোন ভুল বলে থাকি তাহলে আহবান করছি তারা যেন সুন্দর ভাবে তা ব্যাখ্যা করে শুন্যস্থান গুলো পূরণ করে যায়।
সত্যমনা লেখক,
Robiul Islam.
অসাধারণ।
উত্তরমুছুন