প্রশ্নোত্তরে সত্যমনা (৬)
পৃথিবীতে এমনও মানুষ আছে যারা অনেক ভালো কাজ করে কিন্তু তারা মুসলিম না। তাহলে তারা কি জান্নাতে যাবে না? ভালো কাজের কি কোনই মূল্য নেই?
উত্তরঃ হ্যা, প্রশ্নটা খুবই যৌক্তিক। যে কোন সাধারণ মানুষকে চিন্তিত করার মতো। তবে প্রশ্ন-টশ্ন শুনে যারা শুধু কাল্পনিক জগতেই বসে থাকে না বরং বাস্তবতার সাথে মিলিয়ে দেখে তাদের কাছে এই ধরনের প্রশ্নের খুব একটা ভেলু নেই।
প্রথম কথা তো আমি এটাই বলবো যে, যে মানুষটি কখনো জান্নাতের আশা করেই-নি, তাকে কেন জান্নাত ‘চাপিয়ে’ দেয়া হবে। তার প্রতি কি এটা অবিচার হয়ে যাবে না? না-কি উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ অঢেল জান্নাত সৃষ্টি করে রেখেছেন যে, কেউ চাইলেও দেয়া হবে না চাইলেও দেয়া হবে!!
যেখানে একটা নূন্যতম জিনিসও কেউ কাউকে উদ্দেশ্যহীন ভাবে দেয় না সেখানে জান্নাতের মতো অমূল্য নেয়ামত ( যা পাওয়ার জন্য মুসলমানরা গোটা জীবন ব্যয় করে) অনিচ্ছা সত্ত্বেও দেয়া হবে। এটা কি ইনসাফ ন্যায়বিচারের মধ্যে পড়বে!?
দ্বিতীয়ত একজন মালিক যখন তার কর্মচারীকে নিয়োগ দেয় তখন নিশ্চয়ই তার নিয়োগের পিছনে বিশেষ কোন উদ্দেশ্য থাকে। যেমন কোন ব্যক্তিকে ক্লিনার হিসেবে নিয়োগ দেয়া হলো। মাসে তার ১০ হাজার টাকা মাইনে। কিন্তু সে নিজের নির্ধারিত কাজ না করে অফিসের স্টাফদের বিভিন্ন ভাবে সাহায্য করতে লাগলো। এখন বলুন তো মাস শেষে মালিকের কাছ থেকে তার যা পাওনা ছিল সেটা কি সে পাবে? অাদৌ কি সে তা পাওয়ার উপযুক্ত!
সে তো অনেক ভালো ভালো কাজ করেছে, অফিসের লোকদের বিভিন্নভাবে সাহায্য করেছে শুধুমাত্র বস তাকে যেই উদ্দেশ্যে নিয়োগ দিয়েছিল ‘তা করেনি’। এ জন্য কি তাকে তার প্রাপ্য দেয়া হবে না? কি আশ্চর্য! তার ভালো কাজগুলোর কি কোনই মূল্য নেই?! হ্যা, তার ভালো কাজগুলোর মূল্য তো তখন হতো যখন সে মূল কাজের সঙ্গে সেগুলো করতো।
‘” আমি মানব ও জ্বিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য” (আয-যারিয়াত- ৫৪)
এখন যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তা অমান্য করে যদি কোন ব্যক্তি অন্যকিছু করে (হোক সেটা ভালো কাজ) তাহলে কি সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হিসেবে জান্নাত পাওয়ার অধিকার রাখে? ‘তার ভালো কাজগুলোর যে কোন দাম নাই’ ব্যাপারটা এরকম নয়, বরং মূল কাজ ব্যতীত এক্সট্রা কাজ ধর্তব্য হয় না। এটা তো একটা বাচ্চারও বোধগম্য বিষয়! কিন্তু রাগব-বোয়ালদের যে, কেন হজম হচ্ছে না, কে জানে!? ‘নিশ্চয়ই পিছুটান, নিশ্চয়ই পিছুটান।
তবে না, ইসলাম শুধু বাস্তবতার দোহাই দিয়েই ক্ষ্যান্ত থাকে না। বরং মানবতার কন্সেফটে এসে মাঝে মাঝে বাস্তব যৌক্তিকতাকেও ছাপিয়ে যায়। আল্লাহর মূল উদ্দেশ্য ব্যতিরেকে যারা দুনিয়াতে কিছু ভালো কাজ করে থাকে, তাদেরকে দুনিয়ার রুলস নিরাশ করলেও আল্লাহ তাদেরকে একেবারে নিরাশ করেন না। ইহলোকেই তাদেরকে তাদের সৎকর্মের প্রতিদান বিভিন্ন পন্থায় চুকিয়ে দেন।
রবিউল ইসলাম।
লেখক ও গবেষক, সত্যমনা ব্লগ ।
COMMENTS