ফিরে আসার গল্প (৩)
এক সময়ের কিংগোপালী। বিনোদন জগতের এক পরিচিত মুখ। যার ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ছড়িয়ে পড়তো নেট জগতে। ভিডিও জুড়ে শুধুই হাসি আর হাসি। তার ভিডিও দেখলেই হাসি হারিয়ে ফেলা মানুষটাও হাসতে হাসতে কাবু হয়ে যেত।
হঠাৎ একদিন থমকে গেলেন কিংগোপালী। গভীর ভাবনায় নিজেকে হারিয়ে ফেললেন। কেন আমি এই ভিডিওগুলো তৈরি করছি! আমার দর্শকদের জন্যই তো। এরপর কী হবে! একেরপর এক আমি ফানি ভিডিও বানিয়ে যাব। শেষটা কী হবে! পরিসমাপ্তি কেমন হবে!
এই চিন্তাগুলো কিংগোপালীকে নতুন করে আবিষ্কার করেলো। তিনি ভাবতে থাকলেন। উদ্দেশ্যহীন এই কাজগুলো কখনোই ভালো কিছু আনবে না । সমাপ্তিটা খুবই পরিতাপের হবে।
তিনি একে একে তার সমস্ত ভিডিও ইন্টারনেট থেকে সরাতে লাগলেন। কিছু দিনের মধ্যে সব ভিডিও সরিয়ে ফেললেন। ওমনি শুরু হয়ে গেলো গুঞ্জন। কিংগোপালী কোথায় হারিয়ে গেলো? তার কন্টেন্টগুলো নেট জগত থেকে কেন উধাও হলো?
মেসেজ বার্তা দিয়ে ভরতে লাগলো কিংগোপালীর ইনবক্স আর ইমেইল।
অনেক দিন পর কিংগোপালী ভিডিও বার্তা দিলেন। যে বার্তা জুড়ে শুধুই আবেগ আর ভালোবাসার কথা ছিলো। কেন তিনি ফিরেছেন তার সংক্ষিপ্ত বিবরণ ছিলো।
তিনি বলছিলেন, আমাদের শুধু এই জীবন নয়। আমাদের আরো একটা জীবন আছে। যে জীবনের শুরু আছে, সমাপ্তি নাই। আমরা এ জীবনে যা করবো, তার ফলাফল ওই জীবনে দেখতে পাবো।
আল্লাহ আমাদেরকে এ জীবন দান করেছেন শুধু পরিক্ষার জন্য। তাই উদ্দেশ্যহীন কাজকে ছেড়ে দেই। ভালো কিছু করি। যা দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে। ওই জীবনের জন্য কল্যাণকর হবে।
প্রিয় তানভীর হয়দার তুষার ভাইয়ের মতো অনেকেই হয়তো এমন উদ্দেশ্যহীন কাজে পুরো জীবনটা ব্যয় করছেন৷ কিন্তু তানভীর ভাইয়ের মতো চিন্তা করেননি একবারো।
এই জীবন শেষ হয়ে যাবে আজ কিংবা কাল। হাজার চেষ্টা করেও আর পাবেন না এমন একটা জীবন। মৃত্যুর পর আপনার রেখে যাওয়া উদ্দেশ্যহীন কাজগুলো আপনার জন্য আযাব হয়ে আসবে। তখন বারবার আরেকটা জীবন প্রার্থনা করবেন। বলবেন, আমাকে আরেকটা জীবন দেয়া হোক। আমি আমার জীবন জুড়ে শুধুই ভালো কাজ করবো। রবের সন্তুষ্টির কাজ করবো। কিন্তু আরেকটা জীবন আর পাওয়া হবে না। আর ফিরতে পারবেন না।
সময় হয়তো এখনো কিছু বাকি আছে। তানভীর হায়দার তুষার ভাইয়ের মতো ফিরে আসার সুযোগ এখনো আছে। সময় শেষ হওয়ার আগেই ফিরে আসুন আপনার গন্তব্যের দিকে।
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
সত্যমনা ডট কম
COMMENTS