Death Gene বা মরণ জিন। বিবর্তনবাদীরা বলেন, আমাদের পূর্বপুরুষগণ Death Gene বহন করে আসছেন। আর এই 'মরণ জিন'টাই মৃত্যুর দিকে নিয়ে যায় মানুষকে। আর এই Death Gene টা অর্জিত হয় মিলনের মাধ্যমে। এই কথাটাকে আমরা সহজেই ভুল বলতে পারি।
ভাইরাস , ব্যাকটেরিয়ার মত সরল কোষী জীব যারা যৌন জনন নয়। তাহলে তারা কিভাবে টিকে আছে?
আপনি যদি কোনো বঙ্গীয় নাস্তিকের কাছে গড এ বিশ্বাসের দাওয়াত নিয়ে যান। অথবা তাদের সাথে স্রষ্টা, ধর্ম নিয়ে আলোচনা করেন। কিংবা ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে তাদের লেখাগুলো পড়েন। তখন দেখবেন 'বিশ্বাসের পিছনে প্রমাণ কী' টাইপের লেকচার আপনাকে গিলানোর চেষ্টা করা হবে।
আবার আপনি যখন বলবেন, আমার থেকে যে প্রমাণ চাওয়া হচ্ছে। তা যে আসলেই প্রমাণ সেটার প্রমাণ কী। তখন দেখবেন রজনির নিরবতা নেমে আসবে।
"প্রমাণটা যে আসলেই প্রমাণ, সেটার প্রমাণ কী" বিষয়টি আরেকটু পরিষ্কার করে বুঝি। যেমন: 'ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ বস্তুজ জ্ঞানই চার্বাকগোষ্ঠী প্রমাণ হিসেবে বিবেচনা করেন'। আবার কোনো মতবাদে বলা হয়েছে, 'জাগতিক বস্তুনিচয়ের সত্যাসত্য নির্ণয়ের মান বাস্তবিকপক্ষে কখনোই ত্রুটিমুক্ত না হওয়ার দরুন প্রমাণ ও প্রমেয় সম্বন্ধে ধারণাও ত্রুটিমুক্ত হয় না।'(১)
মোটামুটি এ কথা আমরা বুঝতে পারলাম, যে প্রমাণ আমার থেকে চাওয়া হচ্ছে, তা যে আসলেই প্রমাণ সেটারো প্রমাণ আছে কিনা দেখা দরকার।
আমরা মুমিনরা যেমন বিশ্বাস করি, আমাদের মরতে হব। মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
একজন নাস্তিকও অবশ্যই বিশ্বাস করে তাকেও মৃত্যু পাকড়াও করবে। নাস্তিকদের এই বিশ্বাসের পিছনে আছে কোনো প্রমাণ? দেখাতে পারবে কোনো প্রুভ?
একটা সুস্থ সবল যুবক। দুরন্ত এক বালক। একজন শৌখিন মানুষ। কেন তাকে বিশ্বাস করতে হবে যে, সে একদিন মারা যাবে! হয়তো রোগে, নয়তো শোকে। হয়তোবা এক্সিডেন্টে। নয়তোবা বয়সের ভারে। মৃত্যুর এই অনিশ্চিত কারণগুলোকেও কেন বিশ্বাস করতে হবে? সংক্রামক রোগ । এথেরোস্ক্লেরোসিস ( হৃদরোগ এবং স্ট্রোক ) ক্যান্সার এবং স্থূলতা এবং বার্ধক্যজনিত অন্যান্য রোগ। কেন এগুলোকে বিশ্বাস করতে হবে।
এ জন্যই বিশ্বাস করতে হবে, এটা যুক্তি। কারণ পৃথিবীর মানুষগুলো প্রতিনিয়ত দেখছে মরণ দৃশ্য। যার প্রাণ আছে, সেই মৃত্যুর কোলে কখনো না কখনো , কোনো কারণে তাকে মরতে হচ্ছে। আমাদের যেহেতু প্রাণ আছে, আমরাও মরবো।
ঠিক এই একই যুক্তিতে নাস্তিক ভাইয়েরা একটু চিন্তা করুন। আসমান, যমিন, মহাবিশ্ব সব কি এমনি এমনি হয়েছে!!
(১) উইকিপিডিয়া
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
সত্যমনা ডট কম
আচ্ছা তাহলে আমার প্রশ্নটা হলো আমি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করি এবং পৃথিবীতে আমার কোনো বিচার হলো না তাহলে কী আমি মুক্ত..?? সে তো কোনো অপরাধ করেনি বিনা করণে হত্যা করছি, তাহলে তার একটা অধিকার আছে না জীবন ফিরে পাওয়ার..? তাই নয় কী..???
উত্তরমুছুন