মায়ের পরকিয়ার বলি হলো মাইশা। পরকিয়া আমাদের খবরের কাগজে নিত্যদিনের সংবাদ হয়ে দাঁড়িয়েছে। পরকিয়ায় জেরে স্বামী খুন, স্বামীর হাতে স্ত্রী খুন, বাবার হাতে মেয়ে খুন, মায়ের হাতে সন্তান খুন। আর ভ্রুণহত্যা তো খুব স্বাভাবিক ব্যাপার। ডাস্টবিন ও নদর্মা থেকে নবজাতকের জীবন শুরুর করুন গল্পও সকলের জানা। কত সুখের পরিবার ধ্বংসের অনুঘটক যে পরকিয়া তার কোন ইয়ত্তা নেই।
মাইশাকে হত্যাকারী মাইশার মা গ্রেফতার হয়েছে। হয়তো বিচারও হবে। কিন্তু ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে পরকিয়াকে প্রমোট করা ভদ্রবেশী একদল অভিজাত শ্রেণীর মানুষ। পরকিয়াকে গ্লোরিফাই করে এদেশে মুভিও হয়। তা প্রচারিত হয় সারাদেশের প্রেক্ষাগৃহে। পরকিয়াকে প্রমোট করা ভদ্র মানুষ গুলো কী আজ বেজায় খুশি?!!! পরকিয়াকে মূল থিম বানিয়ে পরকিয়া প্রমোট করা মুভির পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীকে আজ জিজ্ঞাসা করতে মন চাচ্ছে, মাইশার মৃত্যুতে আপনার অনুভূতি কী?
সত্যমনা লেখক-
Monir Ahmed Monir
Inna lillah
উত্তরমুছুন