একটি ইসলামিক কনফারেন্সে জনপ্রিয় একজন ইসলামিক স্কলারকে আসতে বাধা দেয়া হলো কেন? কেমন ফ্রিডমের ভিত্তিতে?
ভিসা দিয়েও যুক্তরাজ্যের হোম অফিস তাকে দেশে প্রবেশ করতে দেয়নি কেন? কোন অজুহাতের ভিত্তিতে? তিনি জনপ্রিয় একজন ইসলামিক স্কলার এটাই কি তার দোষ?
যে দেশগুলো ঢাকঢোল পিটিয়ে প্রচার করে বেড়াচ্ছে ফ্রিডম অফ স্পীচের বানী তাদের থেকে এমন আচরণ বড়ই বেমানান। এ ঘটনায় একটা বিষয় খুবই স্পষ্ট যে, ব্রিটেনের মতো একটা দেশেও মুসলমানরা স্বাধীনতা চর্চা করতে পারছে না। পারছে না স্বাধীন ভাবে ধর্ম প্রচার করতে।
১ এ নভেম্বর মিজানুর রহমান আজহারী সম্পর্কে যুক্তরাজ্যের পার্লামেন্টে এক এমপির নির্লজ্জ মিথ্যাচার। [১]
মিজানুর রহমান আজহারীর বক্তব্য প্রদানে বাধা দিয়েও তারা খ্যান্ত থাকেনি। ইউকে পার্লামেন্টে তার বিরুদ্ধে এমন এমন কিছু অভিযোগ তুলা হয়েছে যা অত্যন্ত জঘন্য ও নির্লজ্জ মিথ্যাচার৷ এই সবকিছু করা হয়েছে নিজেদের 'ফ্রিডম অফ স্পীচের' ভাওতা-বাজির অবস্থান ঠিক রাখার জন্য।
মিজানুর রহমান আজহারীকে ইউকে পার্লামেন্টের এমপি 'কুখ্যাত হিংসাত্মক ধর্ম প্রচারক' বলে মন্তব্য করেছেন। এবং বলেছেন তিনি নাকি ইহুদি হিন্দুদের ব্যাপারে হিংসাত্মক বানী প্রচার করে বেড়ান।
তিনি শুধুই দাবি করে গেছেন। তার এই মন্তব্যের পক্ষে তিনি কোন প্রমাণ দিতে পারেন নি। এমনকি কষ্নিকালেও দিতে পারবে না। কারণ মিজানুর রহমান আজহারী যে কতটা শান্তিপ্রিয় স্কলার তার প্রমাণ বহন করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে থাকা তার রেকর্ড বক্তব্যগুলোই।
উপরন্তু ব্রিটিশ সেই এমপি আরও কিছু মিথ্যা ইনফরমেশন দিয়েছেন মিজানুর রহমান আজহারীকে নিয়ে যা সত্যিই লজ্জাজনক। তিনি বলেছেন- 'বাংলাদেশ থেকে মিজানুর রহমান আজহারীকে ব্যন করা হয়েছে' এবং 'তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন'।
এই মিথ্যাগুলোর আসলেই কোন লেভেল নেই। তিনি এই অবান্তর তথ্যগুলো কোত্থেকে পেলেন! যার নূন্যতম কোন প্রমাণ নেই। একজন উচ্চপদস্থ দায়িত্বশীলের পক্ষ থেকে তা সত্যিই কাম্য নয়। কিন্তু তবুও তারা তাকে আটকিয়েছে। আর মিথ্যা বানোয়াট কিছু অযুহাত দেয়ার চেষ্টা করেছে। যা একেবারেই ভিত্তিহীন, শিশুসুলভ। [২]
মূলত তারা যতই বলুক না কেন- তারা ফ্রিডম অফ স্পীচের জনক। তারা ধর্মীয় নিরপেক্ষতার আবিষ্কারক। আসলে এসব কিছুই তাদের স্বার্থের সংজ্ঞায় সীমাবদ্ধ। এগুলোর উৎপত্তিই করা হয়েছে বিপক্ষীয় মতবাদকে দমন করার জন্য। নিজেদের অপসাংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য।
তারা আসলে মিজানুর রহমান আজহারীকে নিয়ে ভীত নয়, বরং আশঙ্কিত তার 'ইসলাম প্রচারে' ' ভাওতা-বাজির মুখোশ উন্মোচনে'।
সত্যমনা লেখক-
Robiul Islam.
তথ্য সূত্রঃ
[১] https://youtu.be/jwjp77gGu9Q
[২]https://www.facebook.com/100044387260861/posts/432879504868288/?app=fbl
COMMENTS