ফিরে আসার গল্প (৪)
ড. মুহাম্মাদ ইব্রাহিম। তিনি ট্রু স্কিল মুহাম্মদ ইব্রাহিম নামেও পরিচিত। তিনি বর্তমান একজন জনপ্রিয় দায়ী। তিনি প্রতিনিয়ত এখন ইসলামকে নিয়ে ভাবেন। ইসলামের ছায়াতলে সকল মানুষ ফিরে আসুক এটাই তার আকাঙ্ক্ষা।
তিনি অনলাইনে উগ্রবাদী নাস্তিকদের উদ্ভ্রান্ত আপত্তি ও অপপ্রচারে জবাব দিয়ে যাচ্ছেন। একেরপর এক ইসলামিক কন্টেন্ট ছড়িয়ে দিচ্ছেন নেট-দুনিয়ায়। তার করা 'ইসলামকে আমরা কতোটা জানি' অনুষ্ঠানটি সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তিনি নওমুসলিমদের অসাধারণ কিছু সাক্ষাৎকার নিয়ে ছিলেন।
তবে এতো এতো ইসলামকে নিয়ে কাজ করে যাওয়া মুহাম্মাদ ইব্রাহিম কি এমন ছিলেন! তার জীবনটা কি এমন ছিলো! তার হাতে থাকতো গিটার। গিটারের তান আর গানের সুর একাকার হতো। গিটারের তানে সান্ত্বনা খোঁজার ব্যর্থ চেষ্টা করতেন। গানের সুরে প্রশান্তি লাভের ব্যর্থ প্রচেষ্টা চালাতেন। কিন্তু সান্ত্বনা কিংবা প্রশান্তি কোনোটাই ধরা দিতো না তার কাছে। কিভাবেই বা দেখা পাবে সান্ত্বনা বা প্রশান্তির। সান্ত্বনা, প্রশান্তি, সুখ এগুলো থাকে হালালে। হারামে না। হারামে থাকলেও তা অস্থায়ী। স্থায়ী সুখ হালালেই থাকে।
মুহাম্মাদ ইব্রাহিম শুধু যে নিজে গিটারিস্ট ছিলেন। শুধু নিজে গান গাইতেন এমন না। তিনি অন্যকেও গিটার শিখাতেন। গান শিখাতেন। আর এখন ইব্রাহিমের কণ্ঠে কোরআনে সুর ধ্বনিত হয়। হামদ ও নাতের ঝংকার বেজে উঠে।
আজকের ড. মুহাম্মাদ ইব্রাহিম হাজার হাজার মুসলিম যুবকের আইডল। অসংখ্য মানুষের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। অগণিত মানুষ তাকে ভালোবাসেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। বিপথগামী ইব্রাহিম এখন পথহারা মানুষকে পথের দিশা দেন। ইসলামের দাওয়াত দেন।
আমাদের মাঝে অসংখ্য ভাইয়েরা দ্বীনে ফিরছেন, ইসলামে ফিরছেন। প্রতিনিয়ত ইসলামে ফেরার গল্পগুলো বাড়ছে। আলহামদুলিল্লাহ। কিন্তু ড. মুহাম্মাদ ইব্রাহিমের মতো একটিভিটি তেমন হচ্ছে না। তার মতো ইসলাম প্রচারের কাজে আমাদের উপস্থিতি তেমন ভাবে দেখা যাচ্ছে না।
হয়তো আপনার জীবনের আমলগুলো কোনো কারণে আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। কিন্তু আপনার মাধ্যমে একজন ফিরে আসলে এটার সাওয়াব সারাজীবন পেতে থাকবেন। তার ভালো কাজের পিছনের মানুষটা থাকবেন আপনি।
ড. মুহাম্মাদ ইব্রাহিমের মতো আল্লাহ আমাদেরকে ইসলাম প্রচারের কাজে কবুল করেনিক।
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
সত্যমনা ডট কম
COMMENTS