ফিরে আসার গল্প (২)
'গল্পের পিছনে গল্প থাকে' এমন একটা কথা আমরা কমবেশি সবাই শুনেছি। যারা ফিরে এসেছেন। যারা ফিরছেন। যারা ফিরে আসবেন। সবার ফিরে আসার গল্পগুলো হয়তো আমরা লিখতে পারবো। পড়তে পারবো। কিন্তু ফিরে আসার গল্পটার পিছনে যে গল্পটা আছে সেটা হয়তো আমরা লিখি না বা পড়ি না। বা তেমন করে সেটা ভাবি না।
সুজানা জাফরের ফিরে আসার গল্পের পিছনে তেমনি একটা গল্প আছে। ছোট্ট এক-দু'টো কথা আছে। যা নিয়ে একটু চিন্তা করলে সহজেই অনুমেয় হয় 'আমরা কতোটা পরাধীন'। তিনি এক সাক্ষাৎকারে বলে ছিলেন, "আমার ইচ্ছে পর্দা করা। মিডিয়াতে কাজ করলে আমার পর্দাটা থাকবে না। তাই মিডিয়া ছেড়ে দিই।"
হ্যাঁ চলচ্চিত্র মানেই আপনাকে কাপড় খুলতে হবে। কোথাও পুরোপুরি। কোথাও অর্ধেক। কোথাও তিন ভাগের এক ভাগ। সেটা যাই হোক কাপড় আপনাকে খুলতেই হবে। আপনাকে পার্লারে সাজিয়ে পন্য করে উপস্থাপন করা হবে। যেন আপনাকে দেখে দর্শকের হৃদয় জুড়ায়। এটা কতোটা পরাধীন ভাবতে পারেন! 'আধুনিক যুগের পরাধীনতা' নিয়ে আমাদের প্রবন্ধ পড়ুন।
তিনি আরো বলেন,
"পর্দা স্টার্ট করে মিডিয়াতে থাকা পসিবল না।"
হ্যাঁ আপনি স্বাধীন না। আপনি মিডিয়ায় কাজ করে পর্দা মেনে চলবেন। তা হবে না। হয় আপনাকে পর্দা ছাড়তে হবে, নয়তো মিডিয়া ছাড়তে হবে৷ এটা মানতে আপনি বাধ্য। এটা এক অঘোষিত নীতি।
সুজানা জাফর দ্বীনে ফিরেছেন। ইসলাম পালনে খুব বেশি শান্তি পাচ্ছেন। সুজানা বলেন, "গত ৩ মাসে কোরআন, হাদিস পড়ে আমি যে শান্তি পেয়েছি। তা পৃথিবীর অন্য কোথাও পাইনি"।
যারা প্র্যাকটিসিং মুসলিম। যারা শুধু মাত্র ওয়ারিশ সূত্রে ইসলামকে পেয়ে মুসলিম নয়। বরং ইসলামকে ধারণ করতে পেরেছেন। তারা আসলেই অনেক শান্তিতে আছেন। ইসলাম যে গাইডলাইন দিয়েছে। যারা তা মেনে চলছে তারা আসলেই অনেক প্রশান্তিতে আছেন।
সুজানা জাফর হয়তো সেটা পুরোপুরি বুঝতে পেরেছেন। তাই তিনি বলেছেন,
"জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে। তার যখন হুকুম হবে আমার বিয়ে হবে। অবশ্যই বিষয়টি আমার পরিবার দেখবে। কিন্তু আমি মন থেকে চাই আমার যিনি জীবনসঙ্গী হবেন তিনি ইসলামিক মাইন্ডের একজন সৎ মানুষ হবেন।"
একসময়ের চলচ্চিত্র নামকরা চলচ্চিত্র কর্মী। খ্যাতিবান অভিনেত্রী এখন নিজের ব্যবসা সামলানোর পাশাপাশি ধর্ম প্রচার ও অসহায় মানুষদের জন্য কাজ করে জীবনের বাকিটা সময় কাটিয়ে দিতে চান।
আল্লাহ বাকি জীবন যেন তাকে এই আলোর পথেই অবিচল রাখেন।
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
সত্যমনা ডট কম
আলহামদুলিল্লাহ
উত্তরমুছুন