সত্যি-ই কি তাই? উত্তর হলো - না।
ধর্ম আর মানবতা এদুটো কি পরস্পর বিরোধী দুটি শব্দ? প্রশ্নই আসে না।
কিন্তু স্বার্থান্বেষী ইসলাম বিদ্বেষীরা উভয়টাকে মুখোমুখি দাড় করিয়ে দিতে চায়। শুধুই স্বার্থোদ্বারের তাগিদে।
পবিত্র কুরআনুল কারীমে সুরা আল মায়েদার ২ নং আয়াতে আল্লাহপাক বলেছেন, " যদি কেউ বিনা কারনে কোন মানুষকে হত্যা করে তাহলে সে যেনো পুরো মানবজাতিকেই হত্যা করলো"।
রাসুলে পাক (সাঃ) এক হাদীসে বলেছেন- সেই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশিরা রেহাই পায় না।
ইসলাম মানে শান্তি। পুরো বিশ্বের বুকে ইসলাম একটি শান্তিপ্রিয় ধর্ম হিসেবে পরিচিত। এই শান্তির ধর্ম কখনোই মানবতার বিপক্ষে নয়। নৈতিকতার বিপক্ষে নয়। বরং এই মানবতা, নৈতিকতা তখনই পূর্ণতা পায় যখন সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়।
ইসলাম শান্তির কথা বলে। ইসলাম মানবতার কথা বলে। একজন মুমিন ব্যক্তি পরকালের বিচার দিবসে বিশ্বাস করে। সে বিশ্বাস করে মৃত্যুর পর তাকে পুনরায় জীবিত করা হবে। তার রবের কাছে তাকে নিজের কৃত কর্মের হিসাব দিতে হবে। পরকালে বিশ্বাস রাখা একজন মুমিন ব্যক্তির দ্বারা মানবতার ক্ষতি সাধন কস্মিনকালেও সম্ভব নয়। বরং এই অসম্ভব কাজটা তাদের পক্ষেই সম্ভব যারা এই ক্ষনিকের দুনিয়ায় ভোগ বিলাসে মত্ত। কারন তাদের ভেতরে পরকালের বিচার দিবসের হিসাব নিকাশের কোন ভয় নেই।
পরিশেষে এটাই বলবো, বিশ্বের বুকে মানবতা নামক বট বৃক্ষটি টিকিয়ে রাখতে যেই মহান মানবিক গুনের প্রয়োজন সেই গুন অর্জনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট পথ হলো আল কুরআন।
সবশেষ কথা হলো এই যে, ধর্ম কখনোই মানবতার প্রতিপক্ষ নয়। বরং ধর্ম হলো মানবতার পরিপূরক।
সত্যমনা লেখক
Monir Hossain
COMMENTS