কর্নাটক রাজ্যে ছাত্রীদের হিজাব পরার সমর্থনে বিক্ষোভ। ৮ ফেব্রুয়ারি ২০২২ |
সেক্যুলার রাষ্ট্র বলছে-
• কাপড় (হিজাব) না খুললে পড়াশোনা করতে দিব না।
• কাপড় না খুললে চাকরি করতে দিব না।
পোশাক পড়ার অধিকার মানুষের মৌলিক অধিকার। এই মৌলিক অধিকারের পক্ষে আন্দোলন করার কারণে তাদেরকে আরেক মৌলিক অধিকার শিক্ষা থেকে বঞ্চিত করেছে। এরকম একটা দুটো নয় আরও শতশত স্কুলে একই ঘটনা ঘটেছে।
কর্নাটক ১৮ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৪ |
শুধু ছাত্র ছাত্রী নয়। নারীদের যতগুলো কর্মক্ষেত্র আছে তারা সবগুলোতে তাদের পোশাকে হস্তক্ষেপ করেছে।
তাদের কথা হলো- একজন নাগরিকের যত অধিকার আছে তার সবকিছু থেকেই বঞ্চিত করবো। যদি না তুমি কাপড় খুলে উলঙ্গ হও!
শুধু কি তাই! রাষ্ট্রীয়ভাবে নারীদের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে তাদেরকে কাপড় (হিজাব) খুলতে বাধ্য করছে! সেক্যুলারিজমের দোহাই দিয়ে। ধর্মনিরপেক্ষতার শ্লোগান তুলে।
BBC (১১ এপ্রিল ২০১১) |
BBC (১১ এপ্রিল ২০১১) |
BBC (১১ এপ্রিল ২০১১) |
বোরকা পড়তে বাধ্য করলে তাকে জরিমানা ও দুই বছরের কারাদণ্ড। অথচ বোরকা খুলতে বাধ্য করলে তাকে সাধুবাদ। হায়রে স্বাধীনতা! হায়রে নারী অধিকার!
মোটকথা তাদের উদ্দেশ্য হচ্ছে উলঙ্গ করা।
এখন আপনি প্রকৃত স্বাধীনতা বুঝে সেচ্ছায় উলঙ্গ হোন। অন্যথায় স্বাধীনতাকামীরা আপনাকে বাধ্য করবে উলঙ্গ হতে।
এটাই স্বাধীনতার প্রকৃত সংজ্ঞা! এটাই নারী অধিকারের প্রকৃত রূপ। এখন আপনি বুঝুন বা নাই বা বুঝুন। মানুন বা নাই বা মানুন। স্বাধীনতা রক্ষার্থে আপনাকে উলঙ্গ হতেই হবে। উলঙ্গ না হলে ধরা হবে আপনি স্বাধীন নন।
সত্যমনা লেখক, রবিউল ইসলাম।
সত্যমনা ডট কম।
রাইট
উত্তরমুছুনRight
উত্তরমুছুনRaight
উত্তরমুছুন