প্রগতিশীলদের মুখোশ উন্মোচন (১)
চট্টগ্রামের বইমেলায় ইসলামি সাহিত্যকে ঢুকতে দেওয়া হলো না। স্টল তো নয়ই, অন্য কোনোভাবেও ইসলামি বই বিক্রি করার সব সুযোগ বন্ধ করে দেওয়া হলো।
এরাই মুখে প্রগতির কথা বলে, সাহিত্যের মাধ্যমে উন্নত মনন তৈরির কথা বলে। এরাই অন্যদের ধর্মান্ধ বলে নিজেদের মহান আলোকবাহী দাবি করে। এরাই ভিন্নমতের প্রতি শ্রদ্ধার কথা দিবানিশি জপে।
চট্টগ্রামের বইমেলা কর্তৃপক্ষ বুঝাতে চাইলো—এদেশে এখন ইসলামপন্থীরা সংখ্যালঘু। বইমেলায় ইসলামি সাহিত্য বিক্রি করা যাবে না।
কী আর করার? এই জুলুম নিরবেই মেনে না নিয়ে তো উপায় নাই৷ দেশবাসীকে কেবল জানিয়ে রাখলাম। চট্টগ্রামের পাঠকরাও সিদ্ধান্ত নিক—এই সাম্প্রদায়িক বইমেলায় তারা যাবে কিনা।
ভারতের বইমেলাতে প্রকাশ্যে ইসলামি সাহিত্য বিক্রি হয়, স্টল পাওয়া যায়; বাংলাদেশের কিছু ইসলামবিদ্বেষী ভারতেকেও ছাপিয়ে যাচ্ছে। দারুণ না! এত ঘৃণা-বিদ্বেষ পুষে রেখে কোন মুখে যে এরা বড়ো বড়ো নীতিবাক্য ঝাড়ে! লজ্জাও করে না৷
আমরা ওদের কষ্ট বুঝি! চোখের সামনে হাজার হাজার কপি ইসলামি বই বিক্রি হয়ে যায়, আর তাদের বই রোদে শুকাতে হয়! কষ্ট না? কাপুরুষোচিত ভূমিকায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করল। আল্লাহ ভরসা। এরা ভীতু, কাপুরুষ। বালির বাঁধ দিয়ে সমুদ্রের পানি আটকাতে চায়৷
দিন এমন থাকবে না ইনশাআল্লাহ।
লেখক- নূর মুহাম্মদ।
প্রকাশক, গার্ডিয়ান পাবলিকেশন্স।
মাশাআল্লাহ
উত্তরমুছুনRight
উত্তরমুছুনright
উত্তরমুছুন