সংশয় নিরসন অনুভূতি (৩)
একজনের মাধ্যমে সত্যমনা পেইজের সন্ধান পাই এবং সত্যমনা পেইজে প্রশ্ন করে যথার্থ উত্তর পাই। আর সত্যমনা থেকে উত্তর পাওয়ার পর আমার সংশয় অনেকটা দূরীভূত হয়।
আমি মনে করি অনেক মুসলিমরা নাস্তিকদের ভেড়াজালে আটকে সংশয়ে পড়ে থাকে। অনেকে ঈমানও হারাতে বসে।
আমি মনে করি তাদের জন্য সত্যমনা (sotto-mona.com) প্লাটফর্মটি খুবই উপকারে আসবে। তাই আমি বলবো তাদের এই প্রশ্নোত্তরের উদ্যেগটি অনেক মুসলিমের জন্য শুভাকাঙ্ক্ষী। সত্যমনার সকল ভাইদের প্রতি রইলো অন্তর থেকে দোয়াও শুভ কামনা!
নাম: সোহানুর রহমান
ঢাকা,নারায়ণগঞ্জ,
পড়াশোনা: ডিগ্রি প্রথম বর্ষ
COMMENTS