[১] ভারতের বালাকোট জেলার একটি কেন্দ্রে (২৯ মার্চ, ২০২২,) দশম শ্রেণির একজন ছাত্রী বোরকা পড়ে পরিক্ষা দিতে আসায় সেখানকার কর্তৃপক্ষ তাকে পরিক্ষায় বসতে না দিয়ে বোরকা খুলে আসতে বাধ্য করে। কিন্তু এ অনধিকারচর্চা মেনে নেয়নি সেই ছাত্রী। যার ফলশ্রুতিতে তাকে পরিক্ষা দেয়া থেকে বঞ্চিত করা হয়।
[২] একই দিনে ভারতের হুবলি জেলার একটি কেন্দ্রে আরেকজন ছাত্রী বোরকা পড়ে পরিক্ষা দিতে আসায় কর্তৃপক্ষ তাকে বোরকা খুলে আসতে বাধ্য করে। উক্ত বোরকা খুলে আসার পরই তাকে পরিক্ষায় বসতে দেয়া হয়েছে।
হিজাব, বোরকা ও নারীদের শালীনতা বিদ্বেষী এই কর্মকাণ্ড বাস্তবায়নে লক্ষ্যে
ভারত সরকার মুসলিম নারীদের ব্ল্যাকমেল করার একটি মোক্ষম সুযোগ পেয়েছে। তা হলো- শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা।
হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়কে পরীক্ষার সময়ে বাস্তবায়ন করতে নেমেছে রাজ্য সরকার। রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, 'হিজাব খুলে এলে তবেই পরীক্ষায় বসতে দেয়া হবে।' -তথ্য সূত্রঃ দ্যা ডেয়লি ইনকিলাব।
আমরা সকলেই জানি দশম শ্রেণির পরিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এতে উত্তির্ন হতে না পারলে উপরের ক্লাসে উঠা সম্ভব নয়। তাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রেখে মুসলিম বিদ্বেষীরা চাচ্ছে- হয়তো মুসলিম মেয়েরা হিজাব, বোরকা বর্জন করতে বাধ্য হবে নয়তো শিক্ষা থেকে বঞ্চিত হবে। দুটোতেই মুসলিম বিদ্বেষীদের লাভ।
আরেকটি বিষয় গভীর ভাবে লক্ষণীয়- আচ্ছা ভাবুন তো তাদের নির্দেশ যদি 'হিজাব খুলে এলে তবেই পরীক্ষায় বসতে দেয়া হবে।' না হয়ে যদি নির্দেশ হতো- 'অর্ধপোশাক (অর্ধ-উলঙ্গ) খুলে এলে তবেই পরীক্ষায় বসতে দেয়া হবে।'
কিংবা যদি নির্দেশ হতো- সমস্ত পোশাক (উলঙ্গ) খুলে এলে তবেই পরীক্ষায় বসতে দেয়া হবে। তাহলেও আজকের এই হিজাব-বোরকা বিরোধী আইনের সাথে তার কোন পার্থক্য থাকবে না।
যে রাষ্ট্র বোরকা,হিজাব খুলতে বাধ্য করে সে রাষ্ট্র যে অর্ধ-পোশাক কিংবা সমস্ত পোশাক খুলতে বাধ্য করবে না। এর গ্যারান্টি কোথায়? তারা কি পোশাক কতটুকু খুলতে বাধ্য করা যাবে এর কোন সীমা পরিসীমা বাতলে দিয়েছে- যে, এর পরবর্তী সীমায় তার হস্তক্ষেপ করবে না! তারা কি বাতলে দিয়েছে যে, মহিলাদের মুখ, মাথা, চুল, পেট,পিঠ কোন কোন জায়গাগুলোতে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে?
আজ তারা বিভিন্ন অজুহাতে মহিলাদের বোরকা-হিজাব খুলছে, কাল অর্ধ-পোশাক খুলবে, পরশু সমস্ত পোশাক খুলবে। কেননা তাদের উদ্দেশ্যই হলো নারীদের উলঙ্গ করে ছাড়া।
সত্যমনা লেখক, রবিউল ইসলাম।
সত্যমনা ডট কম।
একদম সঠিক কথা
উত্তরমুছুন