সত্যমনা'র অর্থ অনেকটাই মুক্তমনার মতো। তবে এর চিন্তার এরিয়ায় একটা বাউন্ডারি আছে। সত্যের বাউন্ডারি। যা মুক্তমনার নেই। সত্যমনাদের চিন্তার পরিধি ঐ সত্য অব্দিই। তারা যা ইচ্ছা তাই চিন্তা করতে পারে না, যা ইচ্ছা মত প্রকাশ করতে পারে না। কেবল যা সত্য তাই চিন্তা করতে হয়। তাই বলতে হয়। অসত্য চিন্তা বা অসত্য মত প্রকাশের স্বাধীনতা তাদের নাই। কেননা সত্যমনা শব্দটি এমন ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় যিনি সত্যানুরাগী, সত্যসন্ধানী।
একজন মুক্তমনা চাইলেই মুক্তমনে মিথ্যার চর্চা করতে পারে। মিথ্যা মত প্রকাশ করতে পারে। তাকে তার মন আটকাবে না, বাঁধা দিবে না। কেননা তার মুক্তমন সত্য-মিথ্যার ধার ধারে না, কেবল মুক্ত (স্বাধীন) হলেই সে খুশি। অথচ একজন সত্যমনা তার বিপরীত। তার কাছে স্বাধীনতা মূখ্য নয়, সত্য-টাই মূখ্য। কেননা সত্যমনা মানেই সত্যকে খুঁজে বের করার সীমাহীন তৃষ্ণা। যে শুধু মুক্তচিন্তায় ঝুলে থেকেই তৃপ্ত হবে না। বরং হবে সত্যের নিকট পৌঁছার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
সত্যমনা লেখক, রবিউল ইসলাম।
সত্যমনা ব্লগ।
সুন্দর কথা
উত্তরমুছুনজাজাকাল্লাহ খাইরান।
উত্তরমুছুনসত্যমনার পাশে থাকুন, পড়ুন, মন্তব্য করুন এবং সেয়ার করে দ্বীনি কাজে শরীক থাকুন।