পারলে জবাব দে (২)
নাস্তিকদের দাবি অনুযায়ী 'নাস্তিকতায় বিশ্বাসের কোন জায়গা নাই।' নাস্তিকরা সব সময় বিশ্বাসকে প্রত্যাখ্যান করে। তারা প্রমাণ ছাড়া বিশ্বাস করতে নারাজ। আবার কেউ কেউ বলে, সে প্রমাণও হতে হবে পঞ্চেন্দ্রিয়গ্রায্য।
এটা নাস্তিকদের একটা মৌলিক মূলনীতি।
নাস্তিকরা জন্মের পর যাকে বাবা বলে জেনে আসছে তাকেই বাবা বলে বিশ্বাস করে নিচ্ছে। কিন্তু আসলেই কি যাকে সে বাবা জেনেছে তিনিই তার প্রকৃত বাবা!?
এমনটা হওয়া কি অসম্ভব যাকে সে বাবা জেনে আসছে তিনি তার প্রকৃত বাবা নন। তার বাবা অন্য কেউ। তার মা অবৈধভাবে কারো সাথে শারীরিক সম্পর্ক করেছেন। আর তার ঔরসে সে জন্ম হয়েছে। কিন্তু তাকে ভিন্ন অন্য কাউকে তার বাবা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।
নাস্তিক্যবাদে তো ইজ্জত আবরুর কোন ভ্যালু নাই। যার-তার সাথে শারীরিক সম্পর্ক করার ব্যাপারেও কোন প্রতিবন্ধকতা নেই। সুতরাং তার পিতা যে কেউ হতে পারে, হতে পারে তার মা'র স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড, কাজিন অথবা অন্য যে-কেউ। মোটকথা সে যে, কার সন্তান সে তথ্য একমাত্র তার মা-ই ভালো জানে। অতএব সে যদি তার প্রকৃত বাবার তথ্য জানতে চায় তাহলে অবশ্যই তার মা'র কাছ থেকেই জানতে হবে। তার মা'র কথায় বিশ্বাস স্থাপন করতে হবে। অথচ তাদের দাবি অনুযায়ী তাদের মতবাদে বিশ্বাসের কোন জায়গা নেই।
এছাড়াও আরেকটি মাধ্যম আছে সত্য পর্যন্ত পৌছার। তা হলো 'ডি এন এ' টেস্ট। এর মাধ্যমে তারা জানতে পারবে তাদের প্রকৃত পিতা কে?
তবে তারা কয়জন তাদের প্রকৃত পিতার তথ্য জানতে 'ডি এন এ' টেস্টের মাধ্যম গ্রহণ করেছে? আদৌও একজনও কি পাওয়া যাবে। থাকলে প্লিজ সত্যমনা'র ইনবক্সে জানিয়ে যাবেন।
যদিও মেনে নেই নাস্তিকদের সম্মানিতা মাগণ খুব ভালো মানুষ। পরহেজগার। চরিত্রবান। কখনো এমন কাজ করতে পারেন না। তবুও কি নাস্তিকরা এ প্রশ্ন থেকে মুক্ত থাকতে পারবে? না, পারবে না। নাস্তিকতায় যেহেতু বিশ্বাসের জায়গা নাই। সেহেতু কেন সে বিশ্বাস করবে তার মা অপকর্মে লিপ্ত হয়নি। সে তো প্রমাণে বিশ্বাসী। শুকনো কথায় কেন চিরে ভিজবে?
পিতৃত্ব নির্ণয়ে ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিয়িক এসিড) টেস্ট করতে হবে। তাকে নিশ্চিত থাকতে হবে। তার হাতে প্রমাণাদি থাকতে হবে তার পিতা আসলেই তিনি।
কিন্তু বাস্তবতা কী? কয়জন নাস্তিক পাওয়া যাবে ডিএনএ টেস্ট করে পিতৃত্ব নির্ণয় করেছে? তারাও কিন্তু ছোটবেলা থেকেই বিশ্বাসের ওপর ভর করেই বাবা ডেকে আসছে।
নাস্তিক মুক্তমনাদের নিকট আমাদের প্রশ্ন: আপনারা আপনাদের পিতৃত্ব কীভাবে নির্ণয় করেন? স্রেফ মা'র কথার উপর বিশ্বাস করে নাকি 'ডি এন এ' টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে?
আহমাদ আব্দুর রাজ্জাক।
লেখক ও গবেষক, সত্যমনা ব্লগ।
COMMENTS