একটা পাগল হয়তো উক্ত বিচারপতির'চে ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে।
আদালতের এই রায়ের বিরুদ্ধে বোনেরা আবারও আপিল করেছেন। খুব শীগ্রই আবার রিটটি নাকচ করা হবে। রাষ্ট্রীয় শক্তিতে শক্তিমান হয়ে শিক্ষকরা পর্দানশীন বোনদের হিজাব টেনে টেনে খুলবে আর বলবে আমরা তো তোমাদের পিতার সমতুল্য। আমাদের সামনে কিশের পর্দা!
মুসলিম যুবকরা আজ ঘুমিয়ে আছে। এ সুযোগে মুসলিম বোনদের ইজ্জত লুটে নিচ্ছে সেক্যুরা। দেখাচ্ছে ছা*গ*ল মার্কা যুক্তি!
বোনদেরকে বলছি- তোমরা ভুলে যাও সে সোনালী যুগের কথা যে যুগে মুহাম্মাদ বিন কাসিমের মতো ১৬ বছরের এক যুবক শতশত মাইল পাড়ি দিয়েছে একজন মুসলিম বোনের ইজ্জত রক্ষা করার জন্য।
এ যুগে মুহাম্মাদ বিন কাসিমের উত্তরসূরী নাই।অন্তত বাংলাদেশে নাই। থাকলে তোমাদের এতো লাঞ্চিত হওয়া লাগতো না। এতো অপদস্ত হওয়া লাগতো না। মাঠে নেমেও বারবার পরাজিত হওয়া লাগতো না।
COMMENTS