ফেবুতে দেখলাম একজন লিখেছেন-
ত্রিশ জন নারীর তা লে বা ন বিরোধী বিক্ষোভ যদি এত প্রচার হয়।
তাহলে কেন তাদের সমর্থনে তিনশো জনের নারী সম্মেলনের প্রচার নয়।
'নারী অধিকার' 'নারী অধিকার' বলে মুখে ফেনা তুলা গোষ্ঠীদের কি এই নারী সম্মেলন চোখে পড়লো না!
'নারী অধিকার' কি শুধুমাত্র পশ্চিমাদের শিখিয়ে দেয়া সেই মুখস্থ বিদ্যা? এর বাহিরে কারো দৃষ্টিভঙ্গি কি 'নারী অধিকার' বলে বিবেচ্য হতে পারে না!
ত্রিশ জন নারীর বিক্ষোভ পশ্চিমান্ধদের কাছে গৃহীত হয়েছে শুধুমাত্র এই কারণে যে, তারা পশ্চিমা সাংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছে।
আর তিনশো জনের নারী সম্মেলনকে তারা গণায় ধরেনি শুধুমাত্র এই কারণে যে, তারা ইসলামী শাসনব্যবস্থার পক্ষে ও পশ্চিমা সাংস্কৃতির বিপক্ষে অবস্থান নিয়েছেন।
তারা আসলে সত্য-মিথ্যা, ঠিক-ভুল, অধিকার-অনাধিকার এর বাচবিচার করে না। তারা মূলত পশ্চিমান্ধ।
সত্যমনা লেখক-
Robiul Islam.
expected a bit more
উত্তরমুছুন