সে তো জানলেও কেবল এতটুকুন জানে এগুলো বিজ্ঞানের বিষয়। এছাড়া কিছু বুঝেও না। তাহলে না জেনে বুঝে তার কি বিজ্ঞানের উপর বিশ্বাস করা উচিত হবে? সে কি বিশ্বাস করবে যে পৃথিবী গোল ও প্রতিনিয়ত ঘুরছে!
নাকি সে বুঝেনা বিধায় বলবে- ‘এগুলোতে আমি বিশ্বাস করি না। এগুলো মিথ্যা।’ আর যদি তাদের বিশ্বাস করা আবশ্যক হয়। তাহলে তাদের বিশ্বাসকে আমরা কীভাবে জাস্টিফাই করবো। তাদের তো না জেনে বুঝে বিশ্বাস করতে হচ্ছে। নাকি তাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাসের ক্যাটাগরিতে পরবে? তাহলে কি বিজ্ঞানের উপর বিশ্বাস করেও কেউ অন্ধবিশ্বাসী হতে পারে!?
সত্যমনা লেখক,
Robiul Islam.
COMMENTS