নারীবাদ: পুরুষ বিদ্বেষ।
বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম নিজের কবিতায় বলেছেন, "বিশ্বে যা কিছু সৃষ্টি মহা চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর"। কবির দৃষ্টিতে নারী - পুরুষ উভয়েই সমান। অর্থাৎ বিশ্বের সব ভালো এবং কল্যাণে নারী পুরুষের অবদান সমান। কিন্তু এখনকার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এমনটা মনে হচ্ছে যে, কবির মহান সেই চিন্তাভাবনা (নারী পুরুষ সমতা) শুধুমাত্র সেকালের জন্য-ই প্রযোজ্য৷ কেননা বর্তমান প্রগতিশীল নারীবাদিদের কথিত এই সভ্য সমাজে পুরুষদের তো কোনরকম প্রয়োজন-ই নেই। তবে হ্যা, তাদের এই জগৎ আর চিন্তাভাবনা কে টিকিয়ে রাখতে একইসাথে সামনে এগিয়ে নিয়ে যেতে একটা দিক থেকে তারা কিন্তু অবশ্য-ই পুরুষদের উপর নির্ভরশীল। এবং তাদের এমন নির্ভরশীলতা কোনভাবেই কাটিয়ে উঠা সম্ভব নয়। এটা চিরন্তন সত্য।
এমন সত্যিটা মেনে নিয়েই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, শুধুমাত্র সন্তান জন্ম দেওয়া ছাড়া আমার জীবনে পুরুষের আর কোন প্রয়োজন নেই।
সুস্থ মস্তিষ্কের কেউ একবার চিন্তা করে দেখুন ভেতরে পুরুষদের প্রতি কতটা বিদ্বেষ পোষণ করে রাখলে কেউ পুরুষজাতিকে নিয়ে এমন কড়া এবং রুচিহীন জঘন্য উক্তি করতে পারে।
পুরুষদের প্রতি কথিত এই নারীবাদিদের এমন কট্টর বিদ্বেষের কারনটা আসলে ঠিক কি এটা কি তারা কখনো ভেবে দেখেছে? নাকি উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে নিজদেরর নগ্ন স্বার্থ রক্ষা করছে?
দিনশেষে এমন নারীবাদিদের কাছে পুরুষজাতি বরাবর-ই ঘৃণিত। কিন্তু এই ঘৃণিত ব্যাক্তিটাই তার সন্তানের সবটুকু ভালোবাসার কেন্দ্রবিন্দু। একটা বাবা একটা সন্তানের পৃথিবী। যেই পৃথিবীর প্রতিটি শিশু কিশোর থাকে সর্বদা নির্মল, হাস্যোজ্জ্বল আর পরম মমতা ভালোবাসায় সিক্ত। কারন তাদের বাবা আছে।
আসুন সবাই নিজেদের সন্তান আর আশপাশের শিশু কিশোরদের ঘৃণা বিদ্বেষ না শিখাই। কেউ কাউকে প্রতিপক্ষ না ভেবে সবাই সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করি।
সত্যমনা লেখক-
Monir Hossain.
COMMENTS