ধর্মনিরপেক্ষতাও একটি পক্ষ।
অক্সফোর্ড ডিকশনারির ভাষ্যমতে, "সেকুলারিজম এমন একটি মতবাদ, যে মতবাদে মানবজাতির ইহজগতের কল্যাণ চিন্তার উপর গড়ে উঠবে এমন এক নৈতিক ব্যবস্থা, যেখানে থাকবে না কোনো ধরনের আল্লাহ ও পরকাল বিশ্বাসভিত্তিক বিবেচনা"।
বিশ্বকোষে বলা হয়েছে _
(ক)ধর্মনিরপেক্ষ মতবাদ এমন একটি রাজনৈতিক ও সামাজিক দর্শন যা সকল ধর্মবিশ্বাসকে প্রত্যাখ্যান করে।
(খ)সেকুলারিজম এমন একটি ব্যবস্থা যেখানে সাধারণ শিক্ষা ও সামাজিক সংস্থা পরিচালনায় কোনো ধরনের ধর্মীয় উপাদান অন্তর্ভুক্ত হবে না।
পাশ্চাত্যের ধর্ম বিদ্বেষী দার্শনিকদের তৈরি ধর্মনিরপেক্ষতাবাদ মানেই একমাত্র ব্যক্তি জীবন ছাড়া অন্যকোথাও ধর্মকে আনা যাবে না। সমাজ, রাষ্ট্র, শিক্ষা, ব্যাবসা ইত্যাদি যত ক্ষেত্র রয়েছে, কোনো ভাবেই এগুলোতে ধর্মের প্রভাব চলবে না।
এই হলো কথিত ও চর্চিত ধর্মনিরপেক্ষতার নেপথ্যের কথা। কিন্তু বিপরীতে ইসলামি শরিয়ার রাষ্ট্রনীতি ও খিলাফত ব্যাবস্থায় আদৌও কি এ বক্তব্য আছে! ইসলামি হুকমাত কায়েম হলে অন্য ধর্মের মর্যাদা ক্ষুণ্ণ করা কিংবা অন্য ধর্মাবলম্বীরা অধিকার বঞ্চিত হওয়ার কোনো কি আশঙ্কা আছে!! আরো স্পষ্ট করে বললে, মদিনা সনদের ভাঁজে ভাঁজে আছে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রতি ও শান্তির কথা।
এরপরেও যারা ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলে। বুঝতে হবে এরা আসলে কোনো ধর্মকেই মানে না। বাহ্যিক শ্রদ্ধা যেটা দেখায়, তা আসলে রাজনৈতিক স্বার্থ হাসিল এবং ভোটের বাক্স ভরার ধান্দা।
যারা বাংলাদেশের 'রাষ্ট্রধর্ম ইসলাম' এর বিরুদ্ধে কথা বলার হীন চেষ্টা করেন। এনাদেরকে আমরা পাগল ছাড়া আর কী বলতে পারি! সামান্য যৌক্তক জ্ঞানটুকুও তারা রাখেন না। অথচ এই লোকগুলো গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু গণতন্ত্রের কনসেপ্টাও বুঝেন না। ৯০ ভাগ জনগণ যখন রাষ্ট্রধর্ম ইসলামের পক্ষে তখন কিছু ইসলাম বিদ্বেষী মাথামোটার বুদ্ধিপ্রতিবন্ধিতা দেখলে অবাক হতে হয়।
'রাষ্ট্রধর্ম ইসলাম' সংবিধানে আছে। অথচ যারা বলেন, আমরা এটা বিশ্বাস করি না। আমরা এটা মানিনা। তবুও রাষ্ট্র তাকে অপরাধী সাব্যস্ত করছে না! কেন তারা আইনের চোখে নিরাপদ থেকে যাচ্ছে!! অথচ আল্লাহর দেয়া সংবিধানের সাথে মানব রচিত সংবিধানের সাংঘর্ষিক হওয়ার কারণে যারাই সংবিধান বিরোধী কথা বলেছেন তারাই অপরাধী সাব্যস্ত হয়েছেন।
এই ডাবল স্ট্যান্ডার্ড নীতির শেষ কোথায়?
মনবাধিকার, সম্প্রতি, শান্তি, সৌম্য ও কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি শরিয়া ব্যাবস্থার বিকল্প নেই।
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
সত্যমনা ডট কম
COMMENTS