আপনার কোনো বন্ধু, প্রিয়োজন, প্রতিবেশী বা পরিচিত কেউ এই সমস্যায় ভুক্তভোগী। কিংবা এমন কেউ আছে, যে বিজ্ঞান ও যুক্তির আলোকে ইসলামের উপর পড়াশোনা করতে ভালোবাসে? তাহলে আপনি এই বার্তা তাদের কাছে পৌঁছেদিন। তাদেরকে সত্যের পথে ফিরেয়ে আনার জন্য আপনার সামান্য পৌঁছে দেয়াই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
সর্বোপরি হেদায়েতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা। আমরা শুধু চেষ্টা করতে পারি। আলহামদুলিল্লাহ, আমাদের সামান্য কার্যক্রম অনেক ভাইয়ের সংশয় দূর করেছে। নাস্তিকতাবাদের আঁধারে কিছুটা হলেও তাদেরকে আলো দিয়েছে। 'ইসলামই একমাত্র সত্যধর্ম' এটা জোর গলায় বলতে শিখিয়েছে।
'সত্যমনা' ➡ আপনাকে প্রশ্ন করতে উৎসাহী করে।'সত্যমনা' ➡ আপনাকে সত্যের পথ দেখাতে সাহায্য করবে।'সত্যমনা' ➡ যুক্তি ও তাথ্যিক আলোচনায় বিশ্বাসী। যুক্তির আলোকেই 'সত্যমনা' সমস্ত কথা বলে।
তাই নিরব না থেকে নিঃসংকোচে প্রশ্ন করুন 'সত্যমনা' এর ফেইসবুক পেইজে। আর যুক্তি প্রমাণে সন্তুষ্টকর উত্তর জেনে নিন।
COMMENTS