ন্যাংটোইজম,সেকুলার মৌলবাদী - ২
পোশাকের স্বাধীনতা নিয়ে কথা হলে। শুধু নারীদের পোশাক নিয়েই কেন কথা হয় ? নারীর পোশাক নিয়ে সমাজের এতো মাথা ব্যথা কেন? নারীর পোশাক নিয়ে কিছু মানুষের এতো জ্বালাপোড়া কেন? নারী কী পড়বে, সেঠা নারীরাই ঠিক করবে, এতে অন্যের সমস্যা কেন?
এই প্রশ্নগুলো করার আগে চিন্তা করুন , এমনটা কি শোনা যায়, রাস্তায় একজন পুরুষকে একা পেয়ে কিছু নারী মিলে ধর্ষণ করেছে! পুরুষকে ধর্ষণ করে হত্যা করেছে! পুরুষের রক্তাক্ত দেহ রাস্তার পাশে পড়ে আছে! ধর্ষিত পুরুষের চিৎকারে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে ! পুরুষ ধর্ষণ নির্মূলে নারীদের বিশাল জনসভা আয়োজিত হয়েছে! পুরুষের পোশাক দেখে বখাটে নারীরা সেই পুরুষকে ইভটিজিং করেছে!
না। এমনটা শোনা যায় না। এমনটা ঘটেও না। তাহলে পোশাকের আলোচনার ক্ষেত্রে নারীদের পোশাক নিয়ে আলোচনা হবে এটা অস্বাভাবিক কিছু না। চমকে উঠার কিছু নাই। রাগে উত্তেজিত হওয়ারও দরকার নাই।
নারী ধর্ষণের জন্য যে শুধু মাত্র পোশাকই দায়ী এমনটাও নয়। কিন্তু নারী ধর্ষণের জন্য যতগুলো 'কারণ' খুঁজে পাওয়া যায় এর অন্যতম হলো 'পোশাক'। মানে 'অশালীন পোশাক'।
এটা কারো মুখের দাবী নয়। উদ্ভট কোনো ওপেনিয়ন নয়। এটা গবেষণার ফলাফল। এটা 'প্রমাণিত সত্য'। এ বিষয়ে হাজারো সাইন্টিফিক আর্টিকেল আছে। শতশত বই আছে।
কিন্তু এই সত্যটা অর্থাৎ 'অশালীন পোশাক' নারী ধর্ষণের একটি অন্যতম কারণ, যা সেকুলার মৌলবাদীরা মেনে নিবে না। এই কারণটিকে সবসময় এড়িয়ে যান। কেন তারা মানেন না। কেন তারা এড়িয়ে যান। এ বিষয়ে __মৌলবাদী সেকুলার-১ প্রবন্ধে সারমর্ম তুলে ধরা হয়েছে৷
নারীর পোশাক নিয়ে নেচারাল মতামত তুলে ধরলে মৌলবাদী সেকুলারদের টার্গেটের বুলি হতে হয়। কিছু মৌলবাদী নানান যুক্তি নিয়ে হাজির হয়।
কেন, বস্তির মেয়েটা কি ধর্ষিতা হয় না ? কোন পাশাকের কারণে বোরকা পড়া নারী ধর্ষণের শিকার হয়? কেন গির্জা, মন্দির, প্যাগোডা, মাদরাসায় শিশুরা ধর্ষিত হয়?
এই যুক্তিগুলোর কারণে কি এটা প্রমাণিত হলো, 'অশালীন পোশাক' ধর্ষণের কারণ নয়?
প্রবন্ধের শুরুতেই বলা হয়েছে শুধু মাত্র 'অশালীন পোশাক' ধর্ষণের জন্য দায়ী নয়। একাধিক কারণ আছে।
যেমন কেউ বললো, মদ নেশা সৃষ্টিকারী। এর মানে এই নয় যে, গাঁজা, ইয়াবা, ফেন্সি ইত্যাদি নেশা সৃষ্টিকারী নয়।
পোশাকের স্বাধীনতার আরো মূলে যেতে হবে। আরো গোড়ায় গিয়ে আলোচনা করতে হবে। 'পোশাকের স্বাধীনতা' দুটি শব্দের ব্যাখ্যা ও বিশ্লেষণের মধ্যেই নিহিত আছে ফান্ডামেন্টালিস্ট সেকুলারদের প্রতারণা।
প্রথমত:
'পোশাকের স্বাধীনতা' কথাটা শুনলেই একটা যৌক্তিকতার ভাব চলে আসে।
দ্বিতীয়ত:
'পোশাকের স্বাধীনতা' শব্দদুটি একটি নিরব অধিকার প্রকাশ করে৷
তৃতীয়ত:
'পোশাকের স্বাধীনতা' একান্ত ব্যক্তিগত চুজ। যেখানে অন্যের কেনো নাকগলানো অচল।
এবার আসি ফান্ডামেন্টালিস্টদের প্রতারণার তালা ভাঙতে। মৌলবাদী সেকুলারদের করা যতো পোশাকের স্বাধীনতা নিয়ে আন্দোলন, আলোচনা সভা, সেমিনার, প্রতিবাদ মানববন্ধন হয়েছে ও হচ্ছে । এর সবগুলোই মূলত ছিলো, 'পোশাক খুলে ফেলার স্বাধীনতা'। 'পোশাক ছোট করার স্বাধীনতা'।
আরেকটু ক্লিয়ার করা যাক, নারী কোন পোশাক পড়বে সেটা তার ব্যাপার। সে বোরকা পড়বে? নাকি শাড়ী পড়বে? নাকি থ্রি পিস ও ফোর পিস পড়বে? নাকি মেকসি পড়বে? নাকি লেহেঙ্গা পড়বে? সেটা নারীই নির্ধারণ করবে। এটা তার 'পোশাকের স্বাধীনতা' ।
কিন্তু মৌলবাদী সেকুলারদের আন্দোলনটা ছিলো, নারীদের পোশাক ছোট ও খাটো করার। পোশাক খোলার।
তাহলে বুঝা গেল, মৌলবাদীদের দাবীটা মূলত পোশাকের স্বাধীনতার নয়। বরং 'পোশাক ছোট ও খাটো করার এবং খোলার স্বাধীনতা' যা সুস্পষ্টভাবে প্রতারণা।
পোশাক স্বাধীনতার নাম দিয়ে উপরোল্লিখিত তিনটি সুবিধা হাতিয়ে নেয়া।
যেটাকে সরাসরি বলা হয়, ন্যাংটোইজম। যা সেকুলারদের ব্যবসার মূল পুঁজি।
মৌলবাদী সেকুলারদের প্রতারণা থেকে নারীজাতিকে উদ্ধার করা আমাদের দায়িত্ব। তাদের ব্যাবসা পুঁজি হয়ে নারীদের সম্মান নষ্ট হওয়া থেকে তাদেরকে সম্মান ফিরিয়ে দিতে সচেতন মহলকে এখন থেকেই ভাবতে হবে।
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
Ahmad Abdur Razzak
সত্যমনা ডট কম
COMMENTS