সত্যমনা লেখক পরিবারে প্রথমবারের মতো আপনাকে স্বাগতম।
কিন্তু কথায় আছে নেয়ামত পাওয়া সহজ, তা ধরে রাখা কঠিন। এই কঠিন কাজটাই যে করতে পারে, সে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল।
আপনার কথা জানি না, তবে আমি যখন এই খিদমাহ শুরু করেছি তখন এই উপলব্ধি থেকেই শুরু করেছি যে, দ্বীনের সর্বস্তরে মোটামুটি কাজ হচ্ছে অথচ অনেক চাহিদা থাকা সত্বেও বুদ্ধিবৃত্তিক এই খিদমতে মানুষ একেবারেই নগন্য। হাতেগণা কয়েকজন। দ্বীনের সেই চাহিদা পূরণার্থেই আমার এই খিদমতে জড়িত হওয়া। পরকালে মুক্তি লাভ ও চুড়ান্ত সুখের জান্নাত লাভের আসায়।
আমি মনে করি এর জন্য অত্যন্ত সুকৌশলিও একটি মাধ্যম হবে এই খিদমাহ। কেননা আপনি আমি একা আমল করে কতটুকু নেক অর্জন করতে পারবো?
কিন্তু আপনার লিখিত দাওয়ার উসিলায় যদি নিশ্চিত, চিরস্থায়ী জাহান্নামী হতে পারতো এমন ব্যক্তিরা আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ হেদায়েত দান করে, তাহলে সেই সমস্ত মানুষ গোটা জীবন নিজেরা যা আমল করবে এবং তাদের উসিলায় কেয়ামত পর্যন্ত যারা আমল করবে, সেই সমস্ত আমলের একটি অংশ আপনার আমার আমলের সাথেও যোগ হবে ইনশাআল্লাহ। আর যেহেতু এটি একটি বুদ্ধিবৃত্তিক খিদমাহ, সুতরাং এর সুফলও হবে বিপুল ও দীর্ঘস্থায়ী।
এই খিদমতে আসার পিছনে আরেকটি বড় কারণ হলো ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিকতার থাবা ও পশ্চিমা চক্রান্ত থেকে বাচাঁনো। কেননা মানুষ যেভাবে বিজ্ঞান, প্রযুক্তি ও সেকুলার শিক্ষা ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, এর যথাযথ মোকাবিলা যদি না করা যায় তাহলে নিঃসন্দেহে বলা যায় যে, আগামী প্রজন্ম চরম হুমকির মুখে রয়েছে। এর কারণ হলো- নাস্তিক্যবাদ ও সেক্যুলার সমাজব্যবস্থা জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা ব্যবস্থাকে নিজেদের স্বার্থোদ্ধত ও সীমাবদ্ধ সংজ্ঞায় করায়ত্ব করে রেখেছে। এই করায়ত্ব থেকে জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা ব্যবস্থাকে আমাদের মুক্ত করতে হবে। আগামী প্রজন্মকে তাদের চক্রান্ত থেকে বাচাঁতে হবে। আমার আপনার লেখা ও মেহনত নিঃসন্দেহে তাতে একটু হলেও ভুমিকা পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লাহ বিল্লাহ।
সত্যমনা লেখক,
রবিউল ইসলাম।
সত্যমনা ব্লগ।
This system has been used to run a machine unattended safely throughout a night shift with a supervisor monitoring the machine from a distant location. These are two key questions ought to be|you need to be|you ought to be} asking your self when advertising in the manufacturing business. Too many people miss out high precision machining on the great ways have the ability to|you presumably can} market your product and firm in...
উত্তরমুছুন