.যুক্তিবিদ্যার আলোকে বিশ্লেষণ।
.ধর্মীয় অধিকার হরণ।
.সাংবিধানিক অধিকার লঙ্ঘন।
.নাস্তিকরা যা শিখে রাখবেন।
.উপসংহার।
"ইসলামে মূর্তিপূজা এক ভয়ঙ্কর অপরাধ৷ অতএব কোন মুসলমান পূজাকে "উইশ" করতে পারেনা৷
পূজায় শুভেচ্ছা জানানো হারাম,স্পষ্ট কুফুরী৷"
এই বক্তব্যে 'উস্কানিমূলক' কিছুর গন্ধ শোঁকাটাই উস্কানিমূলক। ইলমুল কালাম বা যুক্তিবিদ্যার প্রাথমিক শিক্ষার্থীও বুঝতে পারবেন যে, কোনো ব্যক্তি যদি এই বক্তব্যকে উস্কানিমূলক বলে তাহলে ওই ব্যক্তি মাথামোটা ছাড়া আর কিছুই নয়।
.পবিত্র কুরআন ও সুন্নাহ দারা সূর্যের আলোর মতো পরিস্কার মূর্তি পূজা হারাম। এবং একজন মুসলিম হয়ে তা সমর্থন করা কিংবা হারাম উপভোগ করাও হারাম।
মনে রাখতে হবে মূর্তি পূজার দ্বারা তাওহীদে ইলাহিয়্যাত সাথে শিরক করা হয়। যা কুরআনের অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত।
"তাদের অধিকাংশ আল্লাহ্-র প্রতি বিশ্বাস করে, তবে (উপাসনায়) শির্ক করা অবস্থায়।"[কুরআন ১২:১০৬]
সূরা নিসা এর ৪৮ নাম্বার আয়াতের শেষাংশে মূর্তি পূজাকে 'মহাপাপ' বলা হয়েছে৷
পাপকে পাপ বলা। হারামকে হারাম বলা। প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। পাশাপাশি আরেক মুসলিম ভাইকে সতর্ক করা ঈমানী দায়িত্ব। এ ক্ষেত্রে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সে অবশ্যই অবশ্যই ইসলাম বিদ্বেষী। এ ধরনের ইসলাম বিদ্বেষীকে আইনের আওতায় আনা জরুরি।
.বাংলাদেশের সংবিধান সম্পর্কে যাদের সামান্য পরিমাণ জ্ঞান আছে। তারা বুঝতে পারবেন যে, ধর্মপ্রচার করা সাংবিধানিক অধিকার।
"ইসলামে মূর্তিপূজা এক ভয়ঙ্কর অপরাধ৷ অতএব কোন মুসলমান পূজাকে "উইশ" করতে পারেনা৷
পূজায় শুভেচ্ছা জানানো হারাম,স্পষ্ট কুফুরী৷" এই বক্তব্য তার ধর্মপ্রচারের অংশ। সুতরাং তাকে আটক করার মাধ্যমে তারা সংবিধান লঙ্ঘন করেছে। নাগরিকের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। এর জন্যও তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
.এই আটক নামের নাটক। আসলে এটাকে নাটকই বলতে হয়। এটা নাটকীয় ছাড়া অন্য কিছু নয়। হাস্যরসাত্মক কর্মকাণ্ডকে নাটকীয়তাই বলা হয়।
তবুও নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা খুব ভালোভাবে মনে রাখবেন, কতোটা যৌক্তিক বক্তব্য দেয়ার পরও একজন মুসলিম যুবককে আটক করা হয়েছে।
অথচ যারা দিনরাত ইসলাম অবমাননায় ব্যস্ত থাকেন। তাদেরও হাতে হাতকড়া লাগবে খুব শীগ্রই ইনশাআল্লাহু তায়ালা৷
.যে বক্তব্যকে উস্কানিমূলক দেখানো হয়েছে তা কোনো ভাবেই উস্কানিমূলক বয়। যৌক্তিকভাবে নয়। বৈজ্ঞানিক ভাবে নয়। সামাজিক ভাবে নয়। রাষ্ট্রীয় ভাবে নয়। এবং ধর্মীয় ভাবেও নয়। বরংচ যারা নিরপরাধ নাগরিককে হয়রানির মূলক আটক করেছেন। তাদের এই 'আটক' উস্কানিমূলক হয়েছে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম হৃদয়ে আঘাত পেয়েছেন।
তাকে দ্রুত মুক্তি দেয়া হোক। #free-yeasin-rubel
সত্যমনা লেখক
আহমাদ আব্দুর রাজ্জাক
Ahmad Abdur Razzak
সত্যমনা ডট কম
COMMENTS