2023 পাঠ্যপুস্তক সমস্যার সমাধানে আমাদের করণীয়।
০১:
একটা পুস্তিকার আইডিয়া দিই। ওপেন ফর অল। যারা বাঙলার ইতিহাস জানেন—মূলধারা ও ক্রিটিক্যাল উভয় সোর্স থেকেই—তারা বাংলাদেশের স্বার্থে নতুন পাঠ্যবইয়ের ইতিহাসের ভুলগুলো নিয়ে একটা পুস্তিকা তৈরি করতে পারেন। বিবর্তন নিয়ে বাচ্চাদের এসব বইতে যা ঢুকানো হয়েছে সেগুলো নিয়ে প্রাথমিকভাবে ক্রিটিক্যাল হবার জন্য আমার লেখা হোমো স্যাপিয়েনসঃ রিটেলিং আওয়ার স্টোরি বইটা আপাতত এনাফ।
বাট ইতিহাসের সঠিক বয়ানটা ক্রিটিক্যাল পাঠে থাকলেও জনপরিসরে নাই। এই পর্যন্ত বঙ্গীয় সুশীলতা পৌঁছায় নাই বুঝা যাচ্ছে। অথবা পৌঁছে থাকলেও স্বার্থের কাছে ইতিহাস হেরে গেছে। (১)
করণীয় ০২:
মহল্লায় মহল্লায় সচেতন যুবসমাজ মসজিদের ইমাম সাহেবদের সাথে বসুন। এনসিটিবি বই নিয়ে বসুন। সমস্যাগুলো বুঝান। জুমআর মিম্বরকে ব্যবহার করুন সচেতনতা সৃষ্টিতে। যেখানে যেখানে ইতিহাস বিকৃতি সেখানে সঠিক ইতিহাস ইমাম সাহেবদের কাছে পৌঁছে দিন। মিম্বর থেকে এই বিকৃত হিন্দুত্ব.বাদী ইতিহাসকে খণ্ডন করে সঠিক ইতিহাস প্রচার করা হোক। নামায শেষে লিফলেট বিতরণ হোক।
করণীয় ০৩:
রেফারেন্সবিহীন মনগড়া বই আমরা আমাদের শিশুদের পড়তে দেব না। পিতাদের সত্যিকার 'পিতা' হয়ে ওঠার সময় কি এখনও আসেনি। পরিবারকে রক্ষা করার পুরুষত্ব কি আছে পিতাদের মধ্যে। আমাদের সন্তানরা দৈহিকভাবে হামলার শিকার হলে কি আমরা রুখে দাঁড়াতাম না? তাহলে আজ মানসিকভাবে হামলার শিকার আমাদের সন্তানরা।
করণীয় ০৪:
দীনদার সচেতন আইনজীবীগণ একসাথে আদালতে এই পাঠ্যবইয়ের লেখকদের বিরুদ্ধে মামলা করুন। এই বইয়ের বিরুদ্ধে লড়তে সঠিক ইতিহাসের যত রেফারেন্স লাগে আমরা লেখক-গবেষকরা দেব ইনশাআল্লাহ। এই প্রতিটি তথ্য অমুসলিম গবেষকদের গবেষণা দিয়েই রদ করা সম্ভব।
সবাই যার যার স্থান থেকে সচেতনতা তৈরি করুন। পারিবারিক, সামাজিক, ধর্মীয় প্রতিটি জমায়েতে এটা নিয়ে সরব থাকুন। আলোচনা করুন।(২)
করণীয় ০৫ :
ফেইসবুক আয়ডি নাই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ফেইসবুক যেমন একটা সামাজিক যোগাযোগমাধ্যম। তেমনই প্রতিবাদের জন্যও একটি কার্যকারী প্লাটফর্ম। একযোগে সবাই যদি ফেইসবুকে প্রতিবাদ করেন। তাহলে অবশ্যই সেটা একটা ভালো ফলাফল বয়ে আনবে।
করণীয় ০৬ :
এখন প্রয়োজন একটি গণআন্দোলন। প্রতিবাদী সভা সেমিনার। যদিও এহেন পরিস্থিতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের খুবই প্রয়োজন ছিলো। কিন্তু দুঃখের বিষয় হলো হেফাজতের কোমর ভাঙতে আমরাই সাহায্য করেছি।
করণীয় ০৭ :
সিলেবাস রদবদলে যে সমস্ত মৌলবাদী সেকুলার, আদোনাস্তিক ও ইসলাম বিদ্বেষী ঘাপটিমেরে বসে আছে তাদেরকে স্বমূলে উপড়ে ফেলা। এনাদের পরিবর্তে ইসলামি গবেষকদেরকে নিয়োগ দেয়া।
এটা অনেকটাই কষ্টকর। তবে এটাই স্থায়ী সমাধান। (৩)
(১)Rafan Ahmed
(২)Amiruzzaman Muhammad Shamsul Arefin
(৩)Ahmad Abdur Razzak
COMMENTS