সত্যমনা এখন প্লেস্টোরে। হ্যাঁ, সত্যমনা অ্যাপ এখন প্লেস্টোরে। সত্যমনা'র দাওয়াহ কার্যক্রম ফেইসবুক, ইউটিউব, ওয়েবসাইটের পাশাপাশি এখন প্লেস্টোরেও প্রচারিত হচ্ছে। প্লেস্টোরে ঢুকে ইংরেজিতে SottoMona বা বাংলায় 'সত্যমনা' লিখলেই সত্যমনার আইকনে সত্যমনা এন্ড্রয়েড অ্যাপটি চলে আসবে। সত্যমনা পাঠকদের জন্য আরো সহজ হলো সত্যমনাকে পড়া।
নাস্তিক ও ইসলাম বিদ্বেষীরা অনলাইনে ইসলামের বিরুদ্ধে ভুল ইনফরমেশন, মিথ্যা মেসেজ, তথ্যসন্ত্রাস, চক্রান্ত ও ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ছয়লাপ করে রেখেছে নেটদুনিয়া। অনলাইনের প্রতিটা পারতে পরতে যেন ঈমান বিধ্বংসী ফাঁদ। নানান প্রয়োজনে আমারা নেটদুনিয়ার সাথে পরিচিত। আর এরেই মাঝে ঈমান বিধ্বংসী ফাঁদে আঁটকে যাচ্ছে অসংখ্য মানুষ। সত্যমনা টিমের পর্যবেক্ষণে এটা উঠি এসেছে যে, বর্তমান সময়ে নাস্তিকতা ও সংশয়বাদের ভাইরাসে আক্রান্ত মানুষগুলোর অধিকাংশই অনলাইনে ভাইরাস সংক্রামিত হয়েছে।
এমন একটা পরিস্থিতিতে সত্যমনার দাওয়াহ কার্যক্রম একটা মাইলফলক রাখছে। তবে অনলাইন ও অফলাইনে আরো বিস্তৃত কার্যক্রমের প্রয়োজন। যতটা প্রয়োজন উপলব্ধি হচ্ছে তার কিনচিৎ হলেও সত্যমনা করে যাচ্ছে।
তবে শুকরিয়ার ব্যাপার হলো, বাংলাদেশে নাস্তিকতার বিরুদ্ধে যে কয়েকটি প্লাটফর্ম কাজ করে সত্যমনা সেগুলোর অন্যতম। তবে সত্যমনা আন্তর্জাতিকভাবেও দাওয়াহ কার্যক্রমে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।
সত্যমনা অ্যাপ তৈরি ও প্লেস্টোর পর্যন্ত পৌঁছাতে সম্পূর্ণ অবদান রেখেছেন Hassab Bin Ahmed and
Developer:- Monjinur Alom.( Software Engineer)
University: NEHU University.
সত্যমনার দাওয়াহ কার্যক্রমে সুদূর ইন্ডিয়া থেকে সাহায্য করছেন। তাদের এই সাহায্যের জাজা ও খায়ের আল্লাহ তায়ালা দিবেন। আমরা সত্যমনার পক্ষ থেকে তাদের জন্য দোয়া করি। এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমরা সব সময় বলি, সত্যমনা আমাদের, আপনাদের, সবার। সত্যমনা মুসলিম উম্মাহর।
যারা নাস্তিকতার আঁধারে পথ হারিয়েছেন সত্যমনা তাদের জন্য আলোর প্রদীপ।
যারা বিশ্বাসের কথামালার নিখুঁত গাঁথুনিতে রচনা করতে চান গ্রন্থাগার সত্যমনা তাদের জন্য।
যারা বক্তৃতার মঞ্চে, ডিবেটের গোলটেবিলে, আলোচনার মজমায় বিশ্বাসের পক্ষে কণ্ঠ তুলতে চান সত্যমনা তাদের জন্য।
যারা অবিশ্বাসীদের দুয়ারে গিয়ে বিশ্বাসের দাওয়াত পৌঁছাতে চান সত্যমনা তাদের জন্য।
সত্যমনার নেক মাকাছিদগুলোকে আল্লাহ কবুল করুন। সত্যমনাকে আল্লাহ লক্ষ্যে পৌঁছে দিক। অর্থের অভাবে যে কাজগুলো আমরা করতে পারছি না, আল্লাহ সেগুলোকে সহজ করে দিক।
সত্যমনা টিম
COMMENTS